ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাবিতে ছাত্রী হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

জাবিতে ছাত্রী হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পুলিশ সদস্য কর্তৃক ছাত্রী হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১২ জুন) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ৬ দফা দাবী জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ঘটনা পরবর্তী আইনি পদক্ষেপ যথাযথ ভাবে হচ্ছে কিনা তার তদারকি করা, ঘটনার হালনাগাদ তথ্য নিয়মিতভাবে শিক্ষার্থীদের জানানো, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ, ক্যাম্পাসে মূল সড়কগুলোতে সিসিটিভি স্থাপন ও প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োজিত করা, অন্ধকারাচ্ছন্ন সড়কগুলোতে রাত্রিকালীন পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, পর্যাপ্ত যানবাহন নিশ্চিত করে ক্যাম্পাসে যাতায়াত ব্যবস্থা নিরাপদ করা।

মানববন্ধনে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূর্ণতা রহমান তৌসি বলেন, এর আগেও নারী শিক্ষার্থীদের সাথে ছিনতাই ও হেনস্তার ঘটনা ঘটেছে। প্রশাসনের নিশ্চুপ থাকার কারণে বারবার এমন ঘটনা ঘটছে। আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিটি শিক্ষার্থীর সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, ‘আমরা স্বাধীন দেশ ও স্বাধীন ক্যাম্পাসে থেকেও নিরাপত্তাহীনতার সমস্যা নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি, যা আমাদের জন্য লজ্জাজনক। আমরা ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবি জানাই। আমাদের দাবি বাস্তবায়িত না হলে, প্রশাসন ঘটনাটির সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে আমরা ৫২'এর মতো আন্দোলনে সুগঠিত হবো। আমরা চাই প্রশাসন ঘটনাটির সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুক।’

শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করতে গেলে উপাচার্য অধ্যাপক নুরূল আলম বলেন, ‘আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের ব্যাপারে সর্বদাই সোচ্চার। অভিযুক্ত পুলিশ কনস্টেবল ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার সহযোগী বিদ্যুৎ চৌধুরীকে পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান এবং সড়কগুলোতে ল্যাম্পপোস্ট মেরামতের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছি। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বাড়ানোর স্বার্থে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ দ্রতই শুরু করা হবে। এ ব্যাপারে আইআইটির পরিচালকের সাথে আমার কথা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা কর্মকর্তাদের মোবাইল নাম্বার ও ২৪ ঘন্টা হটলাইন সার্ভিস নাম্বার আমরা আগামীকালের মধ্যে সব আবাসিক হলে লাগিয়ে দেয়ার নির্দেশ দিয়েছি।’

ছাত্রী,হেনস্তা,প্রতিবাদ,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত