ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বেতন ফেরত দেয়ার দাবি 

ময়মনসিংহে নটরডেম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহে নটরডেম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বোর্ড নির্দেশনা উপেক্ষা করে চার মাসের বেতন বেশি আদায়ের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা চার মাসের বেতন ফেরত দেওয়ার দাবি জানায়।

রবিবার (১৬ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাইপাস সড়কে এই বিক্ষোভ মিছিল ও অবরোধের ঘটনা ঘটে।

এ সময় কলেজ সংশ্লিষ্ট শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সামাধানের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শান্ত করে।

খবরের সত্যতা নিশ্চিত করে কলেজের ছাত্র পরিচালক ফাদার ইউবার্ট আলমা জানান, গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা চার মাসের বেতন ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছিল। এ নিয়ে আজ (১৬ জুলাই) সকালে শিক্ষার্থীরা আবারও কথা বললে বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দেয়া হয়। কিন্তু কিছুক্ষন পর তারা সড়কে গিয়ে বিক্ষোভ শুরু করলে আমারা তাদের বুঝিয়ে শান্ত করে ফিরিয়ে নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, বেতনের বিষয়ে ঢাকা নটরডেম যে সিদ্ধান্ত নিবে, আমরা তা বাস্তবায়ন করব। এক্ষেত্রে অবশ্যই সরকারি নির্দেশনা ও বোর্ডের নির্দেশ মেনে ব্যবস্থা নেয়া হবে। নির্দেশনা পেলে আমরাও শিক্ষার্থীদের চার মাসের বেতন ফেরত দিয়ে দিব।

একই ধরনের মন্তব্য করেছেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো: নূরুল হুদা। তিনি বলেন, নিয়ম অনুযায়ি আমরা ২৪ মাসের বেতন নিয়েছি। এরই মাঝে বোর্ড থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেতন নিতে বলেছে। এনিয়ে ঢাকা নটরডেমের সাথে মিল রেখে আমরা সিদ্ধান্ত নিব।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল বলেন, করোনার কারণে সেশন পিছিয়ে পড়ায় শিক্ষার্থীদের কাছ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেতন আদায় করতে আন্ত:বোর্ডের নির্দেশনা রয়েছে। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে।

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে অল্পক্ষনের মধ্যেই কলেজ শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করে নিয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বোর্ড,নটরডেম,ময়মনসিংহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত