বিএসএমআরএএইউ-র আয়োজন  

স্মার্ট বাংলাদেশ গঠনে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস প্রযুক্তির ভূমিকা শীর্ষক সেমিনার

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১৪:১৯ | অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) ৪ আগস্ট লালমনিরহাট ক্যাম্পাসে "স্মার্টবাংলাদেশগঠনেঅ্যাভিয়েশনএবংঅ্যারোস্পেসপ্রযুক্তিরভূমিকা”শীর্ষকএকটি সেমিনারের আয়োজন করেছে। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব সোলেমান খান। 

এতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস সংক্রান্ত একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বল্প সময়ে অত্র বিশ্ববিদ্যালয়ের অর্জন সমূহ বিশেষ প্রশংসার দাবী রাখে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ নির্মাণে অত্র বিশ্ববিদ্যালয় সময়োপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে অ্যাভিয়েশনএবং অ্যারোস্পেসসেক্টরে বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম হবে। 

অনুষ্ঠানে এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা ও চ্যালেঞ্জসমূহ সম্পর্কে সম্মানিতভাইস চ্যান্সেলর এয়ারভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম বক্তব্য প্রদান করেন এবং এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।