ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনার ডিজিটাল বিপ্লব স্মার্ট বাংলাদেশে পরিনত হচ্ছে : রবি ভিসি

শেখ হাসিনার ডিজিটাল বিপ্লব স্মার্ট বাংলাদেশে পরিনত হচ্ছে : রবি ভিসি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত সাহস ও প্রজ্ঞা দিয়ে বাংলাদেশে ২০০৮ সালে ডিজিটাল বিপ্লব শুরু করেছিলেন। সেই বিপ্লব আজ পরিণত হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে। আইসিটি নির্ভর কর্মতৎপরতাকে প্রসারিত করার ক্ষেত্রে তার এ অবদানের সুফল আজ আমরা পাচ্ছি এবং ভবিষ্যতেও পাবো।

বুধবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে 'ডিজিটাল পাঞ্চ কার্ড' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্কুলের এই ডিজিটাল পাঞ্চ কার্ডটির অর্থ হচ্ছে আমরা বদলে যাচ্ছি। আমরা বদলে যেতে চাই এবং আমরা বদলে যাওয়াকে গ্রহণ করেছি। এই ডিজিটাল পাঞ্চ কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের সন্তানদের উপস্থিতি ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে মূল্যায়ন করার জন্য বছরে একটি পরীক্ষা গ্রহণ করে তাদেরকে মূল্যায়ন করলে তার সঠিক মূল্যায়ন হয় না। এ কারণে সরকার শিক্ষার নতুন একটি ধারায় জাতীয় শিক্ষাক্রম চালু করেছেন। তা আমাদের গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীর ভিতরে যে সংকট ও সম্ভাবনা আছে সেগুলোকে খুঁজে বের করে তাদের সহযোগিতা করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের একটি অভিলক্ষ তৈরি করেছেন ২০৪১ সালের বাংলাদেশ হবে উন্নত অর্থনীতির দেশ এবং স্মার্ট বাংলাদেশ। প্রযুক্তি নির্ভর একটি সক্ষম ও স্মার্ট অর্থনীতির দেশ তৈরি করতে হলে আমাদের সক্ষম জনসম্পদ ও একটি সক্ষম প্রজন্ম তৈরি করতে হবে। এটি সম্ভব হবে, যদি আমরা নতুন প্রজন্মকে বিকশিত করতে পারি। এর মাধ্যমেই বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে সক্ষম হবো।

অনুষ্ঠানে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, ওই স্কুলের পরিচালক শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত