শীতে স্কুল বন্ধ নিয়ে একদিনে ৩ বিজ্ঞপ্তি মাউশির

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:৩২ | অনলাইন সংস্করণ

চলমান শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে স্কুল বন্ধ রাখার বিষয়ে পর পর তিনটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাপমাত্রা ঠিক কত ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে স্কুল বন্ধ রাখা যাবে, তা নিয়ে বিভ্রান্তি ও সমালোচনা তৈরি হয়েছে।

এ নিয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দফায় দফায় বিজ্ঞপ্তি পরিবর্তন করেছে মাউশি। সর্বশেষ রাত ১২টায় তৃতীয় দফা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

তৃতীয় দফার নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে মর্মে জানা যাচ্ছে। এক্ষেত্রে যে সব জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপপরিচালকগণ ওই সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ (দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে না ওঠা পর্যন্ত) রাখার নির্দেশনা দেবেন।

এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে প্রথম নির্দেশনায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে বলে জানায় মাউশি।

অন্যদিকে, মাউশির দ্বিতীয় দফার নির্দেশনার প্রায় হুবুহু নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানেও বলা হয়, সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ রাখা যাবে।

এখানের এই 'সর্বোচ্চ' তাপমাত্রার এই কথা উল্লেখ করায় সমালোচনার মুখে পড়ে মাউশি। রাত সাড়ে ৮টার দিকে তৃতীয় নির্দেশনায় 'সর্বোচ্চ' শব্দ বাদ দিয়ে আবারও নতুন করে আদেশ জারি করা হয়।