ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির তালিকায় পরিবর্তন

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির তালিকায় পরিবর্তন

চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। পবিত্র রমজান মাসে স্কুল-কলেজ ১৫ দিন এবং প্রাথমিক স্কুল ১০ দিন চালু থাকবে। তবে পুরো মাস জুড়ে বন্ধ থাকবে সবধরনের সরকারি ও বেসরকারি (স্বতন্ত্র ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসা।।

গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২০২৪ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। আগামী ১১ মার্চ ২০২৪ থেকে ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ অথবা ১২ মার্চ থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ২৫ মার্চ ১৫ রমজান হওয়ার কথা।

রমজান,শিক্ষাপ্রতিষ্ঠান,ছুটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত