ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেন্দ্রের ৫৭ পরীক্ষার্থীর সবাই ভুয়া শনাক্ত

কেন্দ্রের ৫৭ পরীক্ষার্থীর সবাই ভুয়া শনাক্ত

নওগাঁর সাপাহারে সরবতুল্লাহ মাদরাসা কেন্দ্রের ৫৭ জন এসএসসি পরীক্ষার্থীর সবাই ভুয়া প্রমাণিত হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রের ৫৭ শিক্ষার্থীসহ সচিবকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মাওলা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন।

জানা গেছে, এর আগে বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একইভাবে অংশগ্রহণ করে ওই শিক্ষার্থীরা। আজ পরীক্ষা দিতে এসে তারা ধরা পড়ে।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয় চলতি বছরের (২০২৪ শিক্ষাবর্ষ) এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

কেন্দ্র,পরীক্ষার্থী,ভুয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত