ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রাক্তন ছাত্রদের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষককে ওমরা হজ উপহার

প্রাক্তন ছাত্রদের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষককে ওমরা হজ উপহার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বাংলাবাজার বসন্তবাগ ইসলামিয়া সিনিয়র ফাজিল( ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। তাদের অর্থায়নে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস শহীদকে পবিত্র উমরাহ পালনের সৌদি আরব পাঠানোর আয়োজন করে।

বুধবার (২০ মার্চ) দুপুরে বসন্তবাগ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। শিক্ষার্থীরা তাদের পিতৃতুল্য ওস্তাদের হাতে উমরাহ করার জন্য ভিসাসহ পাসপোর্ট, বিমানের টিকিট ও নগদ অর্থ তুলে দেন।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সুপ্রিম সীড কোম্পানির এম.ডি. এ এইচ এম হুমায়ুন কবিরের পৃষ্ঠপোষকতায়, বসন্তবাগ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ছাত্রছাত্রী পরিষদের সভাপতি আলা উদ্দিন মামুন এর সভাপতিত্বে, মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উক্ত মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন,রামনাথপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মতিন। পদিপাড়া ইসলামী ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক ও প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সহ-সভাপতি আব্দুল আউয়াল খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্য সিরাজুল ইসলাম। প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সেক্রেটারি তসলিম উদ্দিন।

অনুষ্ঠানে শেষে দেশ ও জাতির কল্যানে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বারইচতল মহিলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আবদুল বাতেন।

নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত