লম্বা ছুটি শেষে আজ খুললো প্রাথমিক বিদ্যালয়

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১০:৪৩ | অনলাইন সংস্করণ

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন লম্বা ২০ দিনের ছুটি শেষে আজ বুধবার (৩ জুলাই) খুললো দেশের সব প্রাথমিক বিদ্যালয়।

বন্যা-বৃষ্টির কারণে ছুটি আর বাড়ানোর চিন্তা নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ  জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে আজ। তবে দেশের কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। সেসব এলাকায় স্থানীয়ভাবে সমন্বয় করে বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেবে। পরে শিখন ঘাটতি পূরণের জন্য শুক্রবার ও শনিবার ক্লাস করে তা পুষিয়ে নেবে। দুর্যোগকালীন বিদ্যালয়ের প্রতি এমন নির্দেশনা আগেই দেওয়া হয়েছে।'

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, ঈদ ও গ্রীষ্মকালীন ২০ দিনের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলছে। বন্যা ও অতি বৃষ্টির কারণে স্কুলের ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।

প্রসঙ্গত, গত ১৩ জুন শুরু হয় চলতি বছরের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি। শিক্ষাপঞ্জি অনুসারে ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকে প্রাথমিক বিদ্যালয়। আজ ৩ জুলাই যথারীতি ক্লাস শুরু হবে। এর আগে শিখন ঘাটতি পোষাতে মাধ্যমিক পর্যায়ে ঘোষিত ছুটি এক সপ্তাহ কমিয়ে গত ২৬ জুন থেকে খুলে দেয়া হয়েছে উচ্চ বিদ্যালয় ও কলেজ।