ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে যা জানালেন উপদেষ্টা

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে যা জানালেন উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে না। সবার সঙ্গে কথা বলে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত ঠিক করা হবে।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে। সার্বিক অস্থিরতা না কমলে শিশুদের স্কুলে পাঠাতে আগ্রহী হবেন না অভিভাবকরা। আমরা সবার সঙ্গে আলোচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।’

বিধান রঞ্জন বলেন, ‘মন্ত্রণালয়ের কাজটা বুঝবো, এরপর কাজ শুরু করবো। কর্মকৌশল ঠিক করে সবার সহযোগিতা নিয়ে কাজ করবো। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, মানের উন্নয়ন করা। প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা। যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং তারা অবদান রাখতে পারে।’

তিনি আরও বলেন, আমি আজকে এসেছি। সবার সঙ্গে বসবো। তারপর আমরা কর্মকৌশল ঠিক করব।

আবা/এসআর/২৪

প্রাথমিক বিদ্যালয়,খোলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত