কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট কবি , অধ্যাপক ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার।
রোববার পদত্যাগপত্রটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল বরাবর পাঠানো হয়েছে।
পদত্যাগপত্রে বলা হয়েছে, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য করার ক্ষেত্রে পূর্বাহ্নে আমাকে কিছুই জানানো হয়নি। আমার সাথে কেউ কোন যোগাযোগ করেনি। এমনকি আমার সম্মতিও কেউ নেয়নি। এ অবস্থায় আমি সদস্যপদ গ্রহণ করতে অপারগ। আমাকে সদস্যপদ থেকে অব্যাহতি দেয়ার অনুরোধ করছি।
উল্লেখ্য, কবি প্রাবন্ধিক আবদুল হাই শিকদার একসময় নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন ।
এর আগে কবি নজরুল ইনস্টিটিউট পরিচালনায় ৮ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতি মন্ত্রণালয়।
১৯ সেপ্টেম্বর সহকারী সচিব লক্ষ্মী রানী ঘোষের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালের ১৩ জুন সংশোধন পূর্বক কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ এর ৬নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৮ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হলো।
যেখানে কাজী নজরুল ইসলামের নাতনী এবং সংগীত শিল্পী খিলখিল কাজীকে চেয়ারম্যান করা হয়। এছাড়া সদস্য হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত/যুগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিকে রাখা হয়েছে।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. লীনা তাপসী খান, কবি প্রাবন্ধিক আবদুল হাই শিকদার এবং কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাস্টি বোর্ডের মেয়াদ কবি নজরুল ইনস্টিটিউট আইন ২০১৮ এর ৮ নং ধারা অনুযায়ী বলবৎ থাকবে।