জীবনের ব্যর্থতার চিরকুট লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১৮:১৫ | অনলাইন সংস্করণ
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের তাজরিয়ান আহমেদ সোয়ারা নামের ২১- ২২ সেশনে এক শিক্ষার্থী মানুষ হিসেবে আমি ব্যর্থ বলে চিরকুট লিখে আত্মহত্যা করে মৃত্যু বরণ করেছেন।
শুক্রবার(১ নভেম্বর) ভোর ৫ টায় চবির দক্ষিণ ক্যাম্পাসের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত দেহের পাশে, আমি মানুষ হিসেবে ব্যর্থ I'm sorry I faild as a human ইংরেজিতে একটু চিরকুট পাওয়া গেছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।
তিনি বলেন, আমরা খোঁজ পেয়ে ফ্ল্যাটে এসে দেখি তাজরিয়ান আহমেদ সোয়ারার মৃতদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। প্রক্টরিয়ার বডি এবং পুলিশের তদারকিতে তার মৃতদেহ থানায় পাঠানো হচ্ছে। তার বাসা ঢাকায়। তার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করছি, পারিবারিক সমস্যার কারণে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে।