ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর থেকে মাইক বাজিয়ে অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নিলো ঢাবি প্রশাসন।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার, মাইক বা গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার বা মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।
এর আগে রাত ১০টা থেকে টিএসসিতে উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে গান বাজিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পরে রাত ১১টার ঢাবি প্রশাসনের আশ্বাসে কর্মসূচি শেষ করা হয়। এরপরই নোটিশ দিয়ে সিদ্ধান্ত জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।