পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের এই অধ্যাপক রোববার সকালে নবনিযুক্ত উপ-উপাচার্য হিসেবে তার কর্মস্থলে যোগদান করেছেন।
পাবিপ্রবি’র উপাচার্য দপ্তরে যোগদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাকে উক্ত পদে নিয়োগ দেন।
অধ্যাপক ড. নজরুল ইসলাম ১৯৯৯ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যায় বিএসসি (অনার্স) এবং ২০০২ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড থেকে পাল্প ও পেপার টেকনোলজিতে আরেকটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
২০০৮ সালে ড. নজরুল ইসলাম জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং সেখানে জেএসপিএস পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবেও কাজ করেন।
এ ছাড়া কানাডার ইউনিভার্সিটি অব কুইবেক এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ায় আরও দুটি পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
ড. ইসলাম গবেষণায় দক্ষ এবং বিশেষত টেকসই জীবসম্পদ ব্যবস্থাপনা, বায়ো-বেসড কম্পোজিটস, বায়ো-ন্যানোকম্পোজিটস, কাঠ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, বায়ো-আঠা, এবং উদ্ভিদ ও সামুদ্রিক সম্পদ থেকে পাল্প ও কাগজ পণ্য উৎপাদনে কাজ করেছেন। তার গবেষণা ফলাফল নিয়ে তিনি ৯১টি পিয়ার-রিভিউড আর্টিকেল এবং ১৭টি বইয়ের অধ্যায় প্রকাশ করেছেন।
ড. নজরুল ইসলাম জলবায়ু পরিবর্তন, সুন্দরবন এবং উদ্যোগ উন্নয়ন নিয়ে ৩টি চলমান প্রকল্পে কাজ করছেন। এ ছাড়া ২৫টি প্রকল্পে কাজ করেছেন, যেগুলোতে তিনি বনজ সম্পদ ব্যবস্থাপনা, পণ্য উৎপাদন এবং উদ্যোগ উন্নয়ন নিয়ে গবেষণা করেছেন। তার এই কাজগুলো জিআইজেড, বিশ্বব্যাংক, খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সেল এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার অর্থায়নে পরিচালিত হয়েছে।