পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক আজ ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসনিক ভবনের সেমিনার রুমে 'জাতীয় ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত: জলবায়ু পরিবর্তন ও জলবায়ু বিষয়ক গবেষণা অর্থায়ন' শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মশালার সূচনা করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ'র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আবু নাসির খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার ড. ফজলে রাব্বি ছাদেক আহমদ। প্রবন্ধে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ৮টি গবেষণার বিষয় বিস্তারিত বর্ণনা করেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর পরিচালক অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামানের সভাপতিত্বে ও সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম এর সঞ্চালনায় কর্মশালাটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, শেকৃবি পিকেএসএফ এর সাথে উল্লেখিত সকল কৃষি বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করতে একাত্মতা প্রকাশ করছে এবং আমরা সমঝোতা চুক্তি স্বাক্ষরের ব্যাপারেও সম্মত আছি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, সহযোগী পরিচালক অধ্যাপক মোঃ মাহবুবুল আলম, পিএইচডি, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলীসহ সকল হলের প্রভোস্ট ও বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও মাস্টার্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ।