ছয়গাঁও বহুমুখী দাখিল মাদ্রাসায় ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাক্তন ছাত্র এসোসিয়েশন। আগামী ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী চলবে এ বর্ণাঢ্য অনুষ্ঠান।
মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ও উক্ত মাদরাসার প্রাক্তন ছাত্র কবির হোসেন বেপারী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উক্ত মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি থাকবেন হিজলা উপজেলার নির্বাহী অফিসার এবং মাদরাসার সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মহিউদ্দিন, মাদরাসার দাতা সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম খান, মাদরাসারা সাবেক সুপারিন্টেন্ডেন্ট মাওলানা নূর উদ্দিন, ছয়গাঁও বহুমুখী মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদরাসার সভাপতি জহিরুল ইসলাম খান পাপ্পু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উক্ত মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো: শারফুদ্দিন।
অনুষ্ঠানের সমাপনীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে ইসলামি সংগীত পরিবেশন করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ওবায়দুল্লাহ্ তারেক, মঞ্চ মাতাবেন অনুপম সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক এবং বিশিষ্ট অভিনেতা ও নাট্য নির্দেশক আব্দুল গণি বিদ্বান, বিশিষ্ট কণ্ঠশিল্পী ও অভিনেতা শফিক আদনান। এছাড়া বরিশালের হেরাররশ্মি ও চন্দ্রদ্বীপ শিল্পীগোষ্ঠীর সঙ্গীতানুষ্ঠানে শেষ হবে এ জমকালো আয়োজন।
অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাকাল থেকে ২০২৪ পর্যন্ত প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানসূচিতে রয়েছে সকাল সাড়ে ৮ টায় বর্ণাঢ্য র্যালি, সকাল ১০ টায় আলোচনা অনুষ্ঠান শুরু হয়ে সাবেকদের স্মৃতিরোমন্থনসহ বিভিন্ন আয়োজনে বিকেল সাড়ে ৪ টায় সমাপনী বক্তব্যে প্রথম পর্ব শেষ হবে। এরপর বিকেল থেকে আমন্ত্রিত শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের পর্দা নামবে।
অন্যদিকে, অনুষ্ঠানে থাকবে লটারির ব্যবস্থা এতে প্রথম পুরস্কার ফ্রিজসহ ১০ টি আকর্ষনীয় পুরস্কার রয়েছে।
রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন- মো: আহসান উল্লাহ হাওলাদার, মিরাজ বেপারী, রইস উদ্দীন আকন, ইসমাঈল হোসেন, আলী আজম, ওয়াসিম লটিয়া, কামাল বেপারী, মোক্তার সরদার, মোফাচ্ছের হোসেন, মনির হোসেন হাওলাদার, হযরত আলী, রফিক মিয়াজী, মনির হোসেন বিশ্বাস, হুমায়ূন কবির, সাহাবুদ্দিন বাঘা, আরিফ খান, আব্দুর রহমান, হাফেজ ওমর ফারুক, হাফেজ রাকিবুল ইসলাম, আমান বেপারী ও রিফাত লটিয়া। তাছাড়া প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরাও আয়োজনে সার্বিক সহযোগিতায় অংশ নেন।