পাবিপ্রবির বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের সনদ সত্যায়ন অনলাইনে

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৩ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এখন থেকে সকল সনদ অনলাইনে  সত্যায়ন সম্পন্ন করা যাবে। 

পাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ ফারুক হোসেন চৌধুরী  শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  www.mygov.bd ওয়েব সাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন সম্পন্ন পূর্বক সকল প্রক্রিয়া সম্পাদন করে আবেদন করতে হবে। এছাড়া QR কোড স্ক্যানের মাধ্যমেও আবেদন করা যাবে।

পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের সনদ সত্যায়ন প্রক্রিয়া এখন থেকে অনলাইনে সম্পন্ন করা যাবে। আমাদের শিক্ষার্থীদের জটিলতা দুর হওয়ার সাথে সাথে দুর্ভোগ কমবে, সময় বাঁচবে ও অর্থ সাশ্রয় হবে। সহজেই শিক্ষার্থীরা সনদ সত্যায়ন করতে পারবেন।

এ বিষয়ে জরুরী প্রয়োজনে ০১৭৪৫-৩৬৩৮২৮ এবং ০১৭১৭-৮৮৮৯৫১ নাম্বারে  যোগাযোগ করা যাবে ।