ঢাকা ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্রদলের কমিটি নিয়ে ক্ষোভ, ঢাকা কলেজে ৭ ককটেল বিস্ফোরণ

ছাত্রদলের কমিটি নিয়ে ক্ষোভ, ঢাকা কলেজে ৭ ককটেল বিস্ফোরণ

ঢাকা কলেজ এলাকায় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে ঘিরে এক ঘণ্টায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজের মূল ফটক, কলেজ সংলগ্ন মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের শিক্ষার্থী ও পুলিশের থেকে এই তথ্য জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী সময়ে ঢাকা কলেজে মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি এবং ঢাকা কলেজের সামনে অবস্থিত ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণের সময় নায়েমের গলিতে অবস্থানরত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল অভিযোগ করে বলেন, আমরা যারা পদবঞ্চিত, ত্যাগী, পরিশ্রমী তাদের উপর অতর্কিতভাবে বোমা হামলা করা হয়েছে। আমরা নিজ চোখে দেখেছি দুইটি মটরসাইকেল নিয়ে এসেছিল রাকিব-নাছিরের অনুসারীরা। তারা ওদিক (নীলক্ষেত) দিয়ে চলে গেছে। আমরা তাদের ধাওয়া করে ধরতে পারিনি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি আমরা জানি না। তবে নিউমার্কেট থানার ওসিকে আমরা বলেছি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন বলেন, ঢাকা কলেজের ছাত্রদলের কমিটি হয়েছে। পদবঞ্চিতদের বিক্ষোভ-পরবর্তী ককটেল বিস্ফোরণ হয়েছে। এ জন্য উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকাল থেকে ঢাকা কলেজ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।

আবা/এসআর/২৪

ছাত্রদল,ঢাকা কলেজ,ককটেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত