ড. গোলাম রহমান, শিক্ষাঙ্গনের এক উজ্বল নক্ষত্রের নাম

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১১:১৭ | অনলাইন সংস্করণ

প্রফেসর ড. গোলাম রহমান বাংলাদেশের শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র এবং মানবসেবায় নিবেদিতপ্রাণ একজন সমাজ সংস্কারক।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে শিক্ষা ক্ষেত্রে রেখেছেন অনন্য অবদান। বিচক্ষণ নেতৃত্ব এবং শিক্ষাগত উন্নয়নের জন্য তিনি সবার শ্রদ্ধাভাজন। ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি হিসেবেও শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর মতো একজন গুণী ব্যক্তিত্বের দেখানো পথে বাংলাদেশে শিক্ষার আলো আরও বিস্তৃত হয়েছে।

নলতা হাই স্কুলের ১৯৫২ ব্যাচের একজন সম্মানিত ছাত্র ড. গোলাম রহমান। তার শৈশবের স্মৃতি এবং স্কুলজীবনের অভিজ্ঞতা তাকে নলতার সঙ্গে এক বিশেষ বন্ধনে আবদ্ধ করে রেখেছে। এই স্কুলের শিক্ষা থেকেই তার বর্ণাঢ্য কর্মজীবনের শুরু। তাই নলতা হাই স্কুলের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের জন্য তিনি এক অনুপ্রেরণার নাম।  

নলতা হাই স্কুলের পিকনিকের এই বিশেষ দিনে তার উপস্থিতি শুধু আনন্দই নয় বরং তার জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধের মিশেলে আমাদের সবার জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে পিকনিকে অংশগ্রহণের সদয় সম্মতি দিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।  

আমরা কৃতজ্ঞতার সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানাই। স্যারের সঙ্গে আমাদের এই বিশেষ দিনটি স্মরণীয় হয়ে থাকবে এবং তার মূল্যবান কথা ও অভিজ্ঞতা আমাদের আগামীর পথ চলায় দিকনির্দেশনা প্রদান করবে।

 

এস. এম. শরীফুজ্জামান, ব্যাচ '৯১
সদস্য, পিকনিক আয়োজক কমিটি 
নলতা হাই স্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি, ঢাকা।