ঢাকা ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

কুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফল জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://adm.kuet.ac.bd/notice) ভিজিট করতে হবে।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে এ ফল প্রকাশ করা হয়।

এর আগে, গত ১১ জানুয়ারি কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীনে পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কুয়েটসহ ১১টি কেন্দ্রে ৪৪৭টি কক্ষে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১ হাজার ৬৫ আসনের বিপরীতে লড়েছেন ২৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন ২৩ জন।

আবা/এসআর/২৪

কুয়েট,ভর্তি পরীক্ষা,ফল প্রকাশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত