ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গণিত ভবনের বিপরীত পাশের একটি গাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে ঝুলন্ত লাশটি দেখতে পায় পথচারীরা। পরে সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই একটি মরদেহ গাছের ডালে ঝুলে আছে। লোকটির গায়ে পোশাক দেখে স্বাভাবিক মনে হয় নি। লোকটি বয়স আনুমানিক ৫০ এর কাছাকাছি হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পাওয়ার পর আমাদের টিম সেখানে যায়। এখন মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। তবে ওনার পরিচয় এখনো জানা হয়নি। পোস্টমর্টেমের পরে আমরা মৃত্যুর কারণ জানাতে পারবো।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে তার মরদেহটি নিচে নামানো হয়। পরে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাতেই। মানসিক সমস্যাও ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো সময় সে ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়,অজ্ঞাত ব্যক্তি,ঝুলন্ত লাশ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত