চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ২২:৪২ | অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপ-উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী ও আন্দোলনের পক্ষে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মোট ৮৪ জন শিক্ষার্থীকে আমরা বহিষ্কার করেছি। আমরা প্রাথমিকভাবে যাদের বিষয়ে প্রমাণ পেয়েছি, তাদেরকে বহিষ্কার করেছি। পরবর্তীতে প্রমাণ সাপেক্ষে আরও শিক্ষার্থীদের বহিষ্কার করা হবে।

তিনি আরও জানান, বহিষ্কৃতদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে চিঠির সদুত্তর দিতে না পারলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

 

আবা/এসআর/২৪