ঢাকা ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

মধ্যরাতে সংঘর্ষ, সোমবার ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিত

মধ্যরাতে সংঘর্ষ, সোমবার ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিত

রোববার মধ্যরাতে আন্দোলনরত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে এলে ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাবির সোমবারের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব অবরোধ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবনের উদ্দেশে রওনা দেন। ঢাবি ক্যাম্পাসের প্রবেশমুখে এলে বাধার মুখে পড়েন তারা। এ সময় ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে তাদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাবি প্রক্টর বলেন, চলমান পরিস্থিতিতে আমরা গভীরভাবে মর্মাহত। এমন পরিস্থিতিতে প্রশাসনিক মিটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ আগামীকাল ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক আহ্বান করা হয়েছে। আশা করি সব পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

আবা/এসআর/২৫

সংঘর্ষ,ক্লাস-পরীক্ষা,স্থগিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত