ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

সাত কলেজে স্নাতকে ভর্তি আবেদন স্থগিত

সাত কলেজে স্নাতকে ভর্তি আবেদন স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৯ জানুয়ারি) এক সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আজ বৈঠক করেছে। বৈঠকে উপাচার্য নিয়াজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার এসব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিলের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি না করার ঘোষণা দেয়। যদিও এখন এসব কলেজের ভর্তি পরীক্ষা কাদের অধীন হবে, সেটি স্পষ্ট করা হয়নি। এর ফলে ভর্তি পরীক্ষার বিষয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।

গত ৬ জানুয়ারি ঢাবির অধিভুক্ত সাত কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলার কথা ছিল। ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এবার সাত কলেজের পাঁচটি ইউনিটে আসন সংখ্যা ২৩ হাজার ৫৩৮টি। পাঁচটি ইউনিটে আবেদন নিয়ে পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে এসব আসনে শিক্ষার্থী নির্বাচিত করার কথা ছিল। তার আগে অধিভুক্তি বাতিলে এখন সব এলোমেলো।

সভার বিষয়ে জানতে চাইলে সাত কলেজসংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, আপাতত এসব কলেজে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। তিন-চার দিনের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত হয়, তাহলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আবা/এসআর/২৫

সাত কলেজ,ভর্তি আবেদন,স্থগিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত