ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে কুষ্টিয়া থেকে আসা শিক্ষার্থীদের বহনকারী একটি ভাড়াকৃত বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে আহত হয়েছেন প্রায় ৩০ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেল।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া সংলগ্ন এলাকায় ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
আহত শিক্ষার্থীরা বলেন, বাসটি বেশ দ্রুত গতিতে চলছিল। বাস চালক ঘুমন্ত অবস্থায় ছিল। এসময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এছাড়াও গুরুতর আহতদের কুষ্টিয়া সদর হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেলের ইনচার্জ মিজানুর রহমান বলেন, 'আমরা অনেক আহত শিক্ষার্থীকে কুষ্টিয়া সদর হাসপাতালে এনেছি। প্রাথমিকভাবে প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।'
ইবি থানা ওসি মেহেদী হাসান বলেন, 'আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটেছে।'
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, 'আমরা এখনো ঘটনাস্থলে আছি। আল্লাহর অশেষ রহমতে কোনো প্রাণহানি হয়নি। তবে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে। কেউ গুরুতর আহত কি না, তা নিশ্চিত হতে আমরা মেডিকেলে যাচ্ছি। নতুন কোনো তথ্য পেলে দ্রুত জানাবো।'