ইবির বঙ্গবন্ধু হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১৫:৩৯ | অনলাইন সংস্করণ
ইবি সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্লান্টটির উদ্বোধন করেন। এসময় তিনি হলের ডাইনিং রুম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরি স্থাপনের প্রস্তাব দেন।
পানির প্লান্ট উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহসমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, রাকিবুল ইসলাম ও তানভীর মন্ডলসহ হলের অর্ধশতাধিক আবাসিক শিক্ষার্থী।
জানা যায়, অত্যাধুনিক এই সুপেয় পানির ফিল্টারটি পানিতে থাকা আয়রন, ম্যাঙ্গানিজ, হাইড্রোজেন সালফাইড, ফেরাস ও ফেরিক আয়রন অপসারণ করতে সক্ষম। একইসঙ্গে এটি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ও প্রোটোজোয়ার মতো ক্ষতিকারক উপাদানও পরিশোধন করতে পারে। হলের প্রধান ট্যাংক থেকে পানি এই প্লান্টের মাধ্যমে ফিল্টার হয়ে অন্য একটি ট্যাংকে জমা হয়। যা পরবর্তীতে সকল ট্যাপ ও বেসিনে সরবরাহ করা হবে।
হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান জানান, আপাতত হলের দুটি ব্লকে এই প্লান্ট স্থাপন করা হয়েছে। পরবর্তীতে হলের সব ব্লকে এমন ফিল্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, 'শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আমি চাই, এই হলকে একটি মডেল হল হিসেবে প্রতিষ্ঠিত করতে।' শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমি চাই তোমরা শুধু আমার পাশে থাকো।'
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। নিরাপদ পানি পাওয়া শিক্ষার্থীদের অধিকার। বঙ্গবন্ধু হল প্রশাসন এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নেওয়ায় আমি তাদের সাধুবাদ জানাই। ভবিষ্যতেও এমন কল্যাণমূলক কাজে হল প্রশাসন এগিয়ে আসবে বলে আশা করি।'
আবা/সজল