ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বার কাউন্সিল সনদ কি আলাদিনের চেরাগ? — প্রশ্ন ইবি শিক্ষার্থীদের

বার কাউন্সিল সনদ কি আলাদিনের চেরাগ? — প্রশ্ন ইবি শিক্ষার্থীদের

'বার কাউন্সিল সনদ কি আলাদিনের চেরাগ? সনদ পেলেই কি আমরা লাখ লাখ টাকা আয় করবো, যে আমাদের লাখ টাকা দিয়ে এই সনদ নিতে হবে?'—এমন ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা এসব কথা বলেন।

শিক্ষার্থীরা বলেন, 'আমরা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। ৪০২০ টাকা আমাদের এক মাসের থাকা-খাওয়ার খরচ। অথচ শিক্ষানবিশ আইনজীবীদের এনরোলমেন্ট পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৪০২০ টাকা। এটি আমাদের জন্য অসহনীয় বোঝা। অভিভাবক হিসেবে বার কাউন্সিলের শিক্ষার্থীবান্ধব ভূমিকা রাখার কথা থাকলেও তারা এখন শোষণের পথে হাঁটছে।'

মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, 'শুধু সনদ নিতে প্রথমে এনটিমেশন ফি দিতে হয় ১০৮০ টাকা, এরপর পরীক্ষার ফি ৪০২০ টাকা। কেন এমন প্রহসন আমাদের সঙ্গে করা হচ্ছে? নিয়মিতভাবে পরীক্ষা নেওয়া হয় না, বছরের পর বছর বিলম্ব হয়। তাহলে এই সিস্টেমের পরিবর্তন কবে আসবে? অন্যান্য চাকরির পরীক্ষার ফি কমানো হয়েছে, সেখানে শিক্ষানবিশ আইনজীবীদের ফি এত বেশি কেন?'

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে লেখা ছিল: 'অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি বাতিল চাই', 'বৈষম্যমূলক ফি বাতিল আমাদের অধিকার, কোনও অযৌক্তিক দাবি নয়', '৪০২০ টাকা ফি কি মগের মুল্লুক?', 'শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন', 'বাংলাদেশ বার কাউন্সিল সুবিবেচক সিদ্ধান্ত নিন'—ইত্যাদি।

আবা/সজল

ইবি,বার কাউন্সিল,সনদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত