ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের গুরুত্বপূর্ণ দুটি পদের রদবদল হয়েছে। এতে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান। গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ পেয়েছেন একই অফিসের উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ।
শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের নিয়োগ দিয়েছেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক তারা নিজ নিজ পদের সকল সুবিধাপ্রাপ্ত হবেন।
অফিস আদেশে বলা হয়, আবুল কালাম আজাদকে তার ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক পদ থেকে ৮মার্চ থেকে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূলপদ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদান করবেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত ড. ওয়ালিউর রহমানকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেয়া হলো।
অন্য এক অফিস আদেশে বলা হয়, শাহজাহান বেগমকে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক পদ থেকে ৮মার্চ থেকে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূলপদ উপ-গ্রন্থাগারিক পদে যোগদান করবেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত খন্দকার আব্দুল মজিদকে গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
সদ্য দায়িত্ব পাওয়া পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান বলেন, এই গুরুত্বপূর্ণ পদের জন্য আমাকে মনোনীত করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গতিশীল রাখতে সবাইকে নিয়ে কাজ করবো৷ আমাকে সবাই সৎ পরামর্শ দিবেন।