ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ধর্ষকদের ফাঁসির দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন

ধর্ষকদের ফাঁসির দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি করেছে সংগঠনটি। মানববন্ধনে তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ ও নুরুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র নেতা মুক্তাদির, রোকন ও উল্লাসসহ সংগঠনটির শতাধিক নেতা-কর্মীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা 'সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব দে’, ‘জাস্টিস ফর আসিয়া, আসিয়া আসিয়া’, ’তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’ ‘মাগুরায় ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাঁসি চাই’, ‘ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড দেওয়া হোক’ সহ বিভিন্ন প্লাকার্ড হাতে উপস্থিত হয়।

মানববন্ধনে সাহেদ আহম্মেদ বলেন "একটি ছোট্ট শিশুর ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য চরম লজ্জাজনক। বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণকারীরা বারবার পার পেয়ে যাচ্ছে। ফলে সারাদেশে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা সিরিজ আকারে ঘটছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে দেশের পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, মনে হচ্ছে দেশে কোনো সরকারই নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই ১৫দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে ৯০দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।

এসময় তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকারের আমলে থাকা এসপি ও ডিসিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পুনর্বহাল করা হচ্ছে, যা সংস্কারের নামে আরেকটি প্রতারণা। প্রশ্ন হলো এই দোসরদের এসব দায়িত্বে বসাচ্ছে কারা? দেশে চরম নৈরাজ্য চলছে। সর্বত্র লুটতরাজের মহোৎসব চলছে। নারীরা আজ স্বাধীনভাবে চলতে পারছে না। অথচ আইনশৃঙ্খলা বাহিনী নির্বিকার। আমরা এর বিরুদ্ধে সোচ্চার থাকব এবং ন্যায়বিচার আদায়ে আন্দোলন চালিয়ে যাব।"

ধর্ষক,ফাঁসি,ছাত্রদল,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত