ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছেন।
রবিবার (১৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে আয়োজিত এই উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন 'কাম ফর রোড চাইল্ড' পরিচালিত স্কুলের ৩০ জন শিশু শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, ‘কাম ফর রোড চাইল্ড’ সংগঠনের ইবি শাখার সভাপতি শহিদ কাওসারসহ শতাধিক শিক্ষার্থী।
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শিশুদের হাতে ইফতার ও ঈদ উপহার তুলে দেন।
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রশংসনীয়। ইফতার মুসলিম সংস্কৃতির অন্যতম আনন্দের অংশ, যা আমরা সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আনন্দিত।”