ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা: অনুপস্থিত প্রার্থীদের আবারও সুযোগ

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা: অনুপস্থিত প্রার্থীদের আবারও সুযোগ

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারেননি সেসব প্রার্থীদের পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

আজ রোববার (২৩ মার্চ) মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে এনটিআরসিএ পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কামরুল আহছানের সই করা করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২০২৪ সালের ২৭ অক্টোবর হতে শুরু হয়েছে। যে সকল পরীক্ষার্থী বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অংশ নিতে পারেননি মর্মে আবেদন করেছেন, তাদের পরীক্ষা আগামী ২৩ মার্চ সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ে গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

আবা/এসআর/২৫

শিক্ষক নিবন্ধন,অনুপস্থিত,সুযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত