ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈদ উপলক্ষে ২৭ মার্চ বন্ধ হবে ইবির আবাসিক হল

ঈদ উপলক্ষে ২৭ মার্চ বন্ধ হবে ইবির আবাসিক হল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৭ মার্চ (বুধবার) সকাল ১০টা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ১২ দিন বন্ধ থাকার পর আগামী ৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় হলগুলো পুনরায় খুলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন বলেন, “২৭ মার্চ সকাল ১০টায় হল বন্ধ করা হবে এবং ৮ এপ্রিল সকাল ১০টায় পুনরায় খুলে দেওয়া হবে। হল বন্ধকালীন সময়ে হলের অভ্যন্তর এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।”

উল্লেখ্য, পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ১ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় ছুটি শুরু হয়েছে। ছুটি চলবে ৮ এপ্রিল পর্যন্ত । ২৭ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ও আবাসিক হলগুলো বন্ধ থাকবে।

ইবি,ছুটি,হল,বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত