ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল

চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) লেভেল-১ স্নাতক কোর্সের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল। এদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। প্রকাশিত মেধাক্রম অনুযায়ী প্রথম পর্যায়ে ক-গ্রুপের মেধাক্রম ১ থেকে ১৫০০, খ-গ্রুপের মেধাক্রম ১ থেকে ১০০ এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) সংরক্ষিত আসনে মেধাক্রম ১ থেকে ২১ পর্যন্ত নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে।

ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই নির্ধারিত তারিখে নিজে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত দিনে অনুপস্থিত প্রার্থীকে ভর্তির জন্য আর বিবেচনা করা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রথম পর্যায়ের ভর্তি শেষে ভর্তিকৃত প্রার্থীদের বিভাগ বরাদ্দ ও মোট শূন্য আসনের তথ্য (যদি থাকে) এবং পরবর্তী পর্যায়ের নির্বাচিত প্রার্থীদের তালিকা ১৩ এপ্রিলের মধ্যে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে চুয়েটের ভর্তি ওয়েবসাইটে: https://admissioncuet.ac.bd

ভর্তি,কোর্স,চুয়েট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত