ফিলিস্তিনের গাজায় ইজরায়েলী বাহিনী কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে শিক্ষার্থীরা আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, আমরা গাজার পাশে আছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিবেকের প্রতি আহ্বান আমরা গণহত্যার মুখে নীরব থাকতে পারি না এবং থাকবো না। গাজার নিপীড়িত মানুষের প্রতি অকুণ্ঠ সংহতি জানিয়ে আমরা আগামী সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী ধর্মঘট আহ্বানে সাড়া দিচ্ছি। এদিন আমরা সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখবো কোন ক্লাস, ল্যাব, অফিস কার্যক্রম চলবে না। এই প্রতিবাদ আমাদের একটি গণহত্যার বিরুদ্ধে যেটিকে তথাকথিত সভ্য বিশ্ব উপেক্ষা করে চলেছে।
বিবৃতিতে তারা আরো বলেন, প্রতিদিন নিরপরাধ পুরুষ, নারী, শিশু এমনকি নবজাতকরা পর্যন্ত হত্যা, অনাহার ও দমন-নিপীড়নের শিকার হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের নির্লজ্জ মিত্রদের হাতে। এটি যুদ্ধ নয়। এটি একটি পরিকল্পিত জাতিগত নিধন। বিশ্ব নেতারা যখন চোখ বুজে থাকেন এবং মানবাধিকার রক্ষাকারীরা নীরব থাকেন, তখন আমরা ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কাপুরুষোচিত নীরবতার বিরুদ্ধে সত্য বলার সাহস করি। এটি শুধুই ধর্মঘট নয়। এটি মানবতার ঘোষণা, অন্যায়ের বিরুদ্ধে একটি সম্মিলিত চিৎকার এবং দিনের আলোয় সংঘটিত যুদ্ধাপরাধের বিরুদ্ধে অবস্থান।
আমরা সকল ইবির শিক্ষার্থী এবং বাংলাদেশের অন্যান্য শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ প্রতিরোধে অংশ নেওয়ার আহ্বান জানাই। আসুন আমাদের ঐক্যের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ুক ক্যাম্পাস পেরিয়ে সীমানা পর্যন্ত। আমরা একসাথে সেই কণ্ঠস্বর তুলবো যেটিকে নীরব করা যাবে না। নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিন মুক্ত হবে।