ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই আন্দোলনকে ‘তথাকথিত’ বলায় ঢাবি ছাত্রদল সভাপতির দুঃখ প্রকাশ

জুলাই আন্দোলনকে ‘তথাকথিত’ বলায় ঢাবি ছাত্রদল সভাপতির দুঃখ প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আয়োজিত মানবন্ধনে দেওয়া বক্তব্যে জুলাই আন্দোলন নিয়ে নিজের দেওয়া বক্তব্যে ‘তথাকথিত’ শব্দটি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

সোমবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি দুঃখপ্রকাশ করেন।

তিনি তার বক্তব্যে বলেছিলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির র-ও বোঝে না’ এবং ‘তথাকথিত জুলাই আন্দোলন’। গণেশ চন্দ্র রায় ফেসবুকে লেখেন, ‘তথাকথিত’ শব্দটি অনেকটা অসাবধানতাবশত জুলাই-আগস্টের আন্দোলন কথাটির আগে আমি উচ্চারণ করেছি।’

দুঃখপ্রকাশ করে ছাত্রদল সভাপতি ফেসবুক পোস্টে লেখেন, আমি বলতে চেয়েছিলাম সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির অনেক বিষয় নিয়ে মাথা ঘামায়নি, কেননা ফ্যাসিবাদের আমলে সে পরিবেশ ছিল না। কিন্তু অসাবধানতাবশত বলে ফেলেছি, সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির ‘র’ নিয়েও মাথা ঘামায় না।

এর আগে ছাত্রদল নেতার এমন মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রতিবাদ জানায়।

আবা/এসআর/২৫

জুলাই আন্দোলন,তথাকথিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত