ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রাবিপ্রবিতে শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা

রাবিপ্রবিতে শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

সভায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, রাঙামাটি সিভিল সার্জন অফিসের সহকারী সার্জন ডা. ইমরুল হাসান, পৌরসভার শহর পরিকল্পনাবিদ সুবর্ণ চাকমা, শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, ভোয়াল্ল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজ্ঞা মিত্র তঞ্চঙ্গ্যা এবং ডিজিএফআই ও ডিএসবির প্রতিনিধিগণ।

এছাড়া রাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াত, আবাসন, নিরাপত্তা, যানবাহন সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ভাইস-চ্যান্সেলর সংশ্লিষ্ট সকল বিভাগ ও প্রতিষ্ঠানের প্রতি সমন্বিত সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “এই ভর্তি পরীক্ষা রাঙ্গামাটির জন্য একটি বড় সুযোগ। আমরা যেন সর্বোচ্চ আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে এটি সফলভাবে সম্পন্ন করতে পারি।”

রাবিপ্রবি,শৃঙ্খলা,সমন্বয় সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত