ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

‘বিএনপির প্রতিষ্ঠাকালীন ১৯ সদস্যের ৬ জনই ছিল স্বাধীনতা বিরোধী’

‘বিএনপির প্রতিষ্ঠাকালীন ১৯ সদস্যের ৬ জনই ছিল স্বাধীনতা বিরোধী’

ইবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন ১৯ সদস্যের মধ্যে ছয়জনই স্বাধীনতা বিরোধী ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

মঙ্গলবার (২২এপ্রিল) সকাল ৯টায় টিএসসিসি করিডোর শাখা ছাত্রশিবিরের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের ঘোষণা ছাড়া মুক্তিযুদ্ধে বিএনপির কোনো অবদান নেই। অবদানতো দূরের কথা বাংলাদেশের অস্তিত্বের বিশ্বাস করতো না এমন ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছিল। তাদের দক্ষতার কারণে কমিটিতে রেখেছে এবং প্রধানমন্ত্রীও বানিয়েছে।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের একজন কর্মী মারা গেছেন। তাতে আমরা শোকাহত। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা বিবৃতি দিয়েছে। ছাত্রশিবির কখনোই হত্যাকাণ্ডকে সমর্থন করে না। তাদের বিভিন্ন মিছিল মিটিং এবং অন্তঃকোন্দলে কয়েক শত ছাত্র মারা গেছে। তাদের নিয়ে এদের মাথা ব্যথা নেই।

তিনি আরও বলেন, ছাত্রলীগসহ অন্যান্য দলগুলো নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে দেশের মধ্যে অরাজক পরিবেশ তৈরি, দেশের টাকা পাচার, টেন্ডারবাজি করে থাকে। ছাত্রশিবির এগুলোর সাথে যুক্ত না। ছাত্রশিবির বাংলাদেশ নিয়ে কাজ করে, বাংলাদেশের জনগণকে নিয়ে কাজ করে। ছাত্রশিবির বাংলাদেশের সম্পদ সৃষ্টিতে কাজ করে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম, ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুব আলীসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী।

বিএনপি,স্বাধীনতা বিরোধী,শিবির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত