১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (২৫ এপ্রিল) 'সি' ইউনিট তথা ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে পঞ্চমবারের মতো অনুষ্ঠেয় এ ভর্তি পরীক্ষা।
পরীক্ষার কেন্দ্র হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অংশ নেবে ১ হাজার ৩১০ জন পরীক্ষার্থী। ঐ দিন দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট দুইটি একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভবনগুলো হলো অনুষদ ভবন ও রবীন্দ্র-নজরুল কলা ভবন। এর মাঝে অনুষদ ভবনে ৩০০০০১ রোল থেকে ৩০১২৩৪ রোল ও ৫০০০০১ রোল থেকে ৫০১২৩৪ রোল পর্যন্ত এবং রবীন্দ্র নজরুল কলা ভবনে ৩০১২৩৫ রোল থেকে ৩০৩০৬৬ রোলের শিক্ষার্থীদের আসন ব্যবস্থা করা হয়েছে।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো সাজসজ্জা না থাকলেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যেই প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের সহজে সিট খুঁজে পাওয়ার সুবিধার্থে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিট প্ল্যান সংবলিত ব্যানার। রাস্তার পাশগুলোতে লাগানো হয়েছে ভবন নির্দেশক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপ শিক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত থাকবে।
পরিক্ষার্থীদের কেবল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়েই প্রবেশ করানো হবে। অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের থানা গেইটে বসার ব্যবস্থা করা হয়েছে। ডরমিটরির গেট থেকে বিশ্ববিদ্যালয়ের গাড়ি প্রবেশ করবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশের পাশাপাশি নিয়োজিত থাকবে র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও। ট্রাফিক ব্যবস্থার জন্য প্রধান ফটক সংলগ্ন রাস্তা, শেখপাড়া বাজার ও শান্তিডাঙ্গায় ৬ জন ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকবে। এবং যেকোনো ধরনের অপরাধ দমনে মনিটরিংয়ে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে দেরি করে আসা পরীক্ষার্থীদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শহীনুজ্জামান বলেন, 'আমাদের প্রক্টরিয়াল বডি তথা নিরাপত্তা শৃঙ্খলা কমিটির সার্বিক প্রস্তুতি রয়েছে। আমরা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করেছি। ভর্তি পরীক্ষার প্রস্তুতি মোটামুটি সব শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আশা করি কাল সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’