ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বিসিএসে প্রশ্নফাঁস ঠেকাতে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানো বন্ধের সিদ্ধান্ত

বিসিএসে প্রশ্নফাঁস ঠেকাতে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানো বন্ধের সিদ্ধান্ত

বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় সম্প্রতি প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। সেখানে উঠে এসেছে সরকারি বিজি প্রেসের কর্মচারীরা কীভাবে বিসিএসসহ বিভিন্ন চাকরির ও পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন। এমন অভিযোগের প্রেক্ষিতে সেখান থেকে আর কোনো প্রশ্নপত্র না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবিধানিক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এ কথা জানান।

তিনি বলেন, ‘বিসিএসসহ পিএসসির অধীনে অনুষ্ঠিত সব নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো, সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। বারবার বিজি প্রেস থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমরা গণমাধ্যমে জেনেছি। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বিজি প্রেস থেকে বিসিএসের কোনো প্রশ্নপত্র আর ছাপানো হবে না।’

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। সেটা তদন্তে কমিটি করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখবে কি না এবং ৪৬তম বিসিএস নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না- এমন প্রশ্নে অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ৪৬তম বিসিএসে প্রশ্নফাঁসের বিষয়টির এখনো তদন্ত চলছে। তবে যতটুকু তথ্য-উপাত্ত আমরা পেয়েছে, তাতে পুরোপুরি ওই পরীক্ষাটি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পাইনি। তবে সিআইডির তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তখন সঙ্গে সঙ্গে পিএসসির পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন তিনি।

আবা/এসআর/২৫

বিসিএস,প্রশ্নফাঁস,ছাপানো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত