ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

অটোরিকশাচালক বাবার সন্তান আবদুল্লাহ রাবি ভর্তি পরীক্ষায় প্রথম

অটোরিকশাচালক বাবার সন্তান আবদুল্লাহ রাবি ভর্তি পরীক্ষায় প্রথম

অভাবের সাথে প্রতিনিয়ত লড়াই করেও হার মানেননি। অটোরিকশাচালক বাবার ঘাম আর নিজের অদম্য পরিশ্রম ও ইচ্ছাশক্তিতে গড়ে তুলেছেন এক অনন্য সাফল্যের গল্প। বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী আরাফাতুল ইসলাম আবদুল্লাহ'র কথা।

বাবা মোস্তাক আহমেদ একজন অটোরিকশা চালক। দিনরাত পরিশ্রম করে পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ করেন তিনি। মা রহিমা আক্তার একজন গৃহিণী। পরিবারের দিন কাটে অভাব-অনটনে। জীবনের এতো না পাওয়ার মধ্যেও সন্তানের স্বপ্ন পূরণে কোনো ছাড় দেননি তারা। জীবনের এমন পর্যায়ে আশীর্বাদ হয়ে এসেছে একটি সুসংবাদ। একমাত্র ছেলে আরাফাতুল ইসলাম আবদুল্লাহ'র সাফল্যে প্রশংসায় ভাসছে পুরো গ্রাম।

এসএসসিতে পেয়েছেন জিপিএ ৪.৫০, আর এইচএসসিতে জিপিএ ৫। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 'বি' ইউনিটে এককভাবে সর্বোচ্চ নম্বর ৭৭.৫০ পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন তিনি। পরিবারের ক্ষুদ্র আয়ের মধ্যেই করেছেন পড়ালেখা। হতদরিদ্র পরিবারে বেড়ে উঠলেও পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ আরাফাতে শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্য এনে দিয়েছে।

নিজের অনুভূতি ব্যক্ত করে আরাফাতুল ইসলাম বলেন, "ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে থাকাকালীন বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব একটা জানতাম না। পরে সেকেন্ড ইয়ারে উঠে কলেজের শিক্ষক এবং ফেসবুকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি। তখন থেকেই স্বপ্ন দেখি বিশ্ববিদ্যালয়ে পড়বো।"

ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, "নামাজ, খাওয়া আর ঘুম ছাড়া পুরো সময়টা আমি পড়াশোনাতেই থাকতাম। প্রতিদিন নিয়ম করে ১২-১৩ ঘন্টা পড়ালেখা করতাম। এইচএসসির সময় থেকেই পাঠ্যবইগুলো ভালোভাবে পড়ে রেখেছিলাম। তাই ভর্তি পরীক্ষার আগে খুব একটা চাপ অনুভব করিনি।"

পরীক্ষায় ছেলের প্রথম হওয়ার খবরে আবেগ আপ্লুত বাবা মোস্তাক আহমেদ বলেন, "আমি একজন দরিদ্র মানুষ, আমার ছেলে এতো বড় একটা জায়গায় পড়তে পারবে এটা আমার কাছে খুব আনন্দের। আমার ছেলে অনেক কষ্ট করেছে। আমি শুধু চেয়েছি ও মানুষ হোক। আমার বিশ্বাস ভবিষ্যতে ও আরো ভালো করবে।"

প্রতিভা, প্রবল আগ্রহ আর পরিশ্রমের সামনে দারিদ্র্য কখনো বাঁধা হয়ে দাঁড়ায় না। নিজের চেষ্টা আর পরিশ্রমের মাধ্যমে দেশের লাখো দরিদ্র পরিবারের সন্তানদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন আরাফাতুল ইসলাম আবদুল্লাহ।

অটোরিকশাচালক,রাবি,ভর্তি পরীক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত