ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তথ্যচিত্র ‘আমি সৌমিত্র’

তথ্যচিত্র ‘আমি সৌমিত্র’

মৃত্যুর দুই বছর পর মুক্তি পেল কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের তথ্যচিত্র ‘আমি সৌমিত্র’। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখোপাধ্যায় এবং প্রযোজনা করেছেন অরিন্দম চট্টোপাধ্যায়। করোনাকালীন সময়ে ভারতলক্ষ্মী স্টুডিওতে জীবনের শেষ শুটিং করেছিলেন কিংবদন্তি এই অভিনেতা।

সম্প্রতি কলকাতার ‘নন্দন ২’ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘আমি সৌমিত্র’। সৌমিত্র-কন্যা পৌলোমী বসু বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করে লিখেন, বন্ধুরা শেষমেশ আমাদের তথ্যচিত্র ‘আমি সৌমিত্র’ মুক্তি পাচ্ছে। জানি শেষ মুহূর্তে জানাচ্ছি। এক সপ্তাহ ধরে দেখানো হবে আমার বাবার জীবনের ওপর তৈরি এই তথ্যচিত্র। তাই এসে দেখে যাবেন বন্ধুরা। নির্মাতা সায়ন্তনের এই তথ্যচিত্রে উঠে এসেছে অভিনেতার সিনেমা, থিয়েটার এবং ছবি আঁকার নানা দিক। আছে তার দরাজ কণ্ঠে কবিতা পাঠও। বহুমুখী প্রতিভার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ এই অভিনেতার জন্মদিন। কবিতা, আবৃত্তি, ছবি আঁকা, নাটক, লেখা, পরিচালনাসহ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে অবদান রেখেছিলেন এই কিংবদন্তি।

তথ্যচিত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত