ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ফের চলচ্চিত্রে ফিরছেন কাজী মারুফ

ফের চলচ্চিত্রে ফিরছেন কাজী মারুফ

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ। দীর্ঘদিন ধরে রুপালি পর্দায় তার দেখা নেই। বিয়ে করে আমেরিকা প্রবাসী হয়েছেন পরিচালক কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। পরিবার নিয়ে বসবাস করছেন নিউ ইয়র্কে। দীর্ঘ বিরতি ভেঙে দেশে ফিরতে চলেছেন কাজী মারুফ। ফিরছেন চলচ্চিত্রেও। তবে নায়ক হয়ে নয়, এবার তাকে দেখা যাবে পরিচালকের ভূমিকায়।

এই খবরটি নিশ্চিত করেছেন বহু সুপারহিট ছবির গল্পকার আব্দুল্লাহ জহির বাবু। পরিচালনায় আসা প্রসঙ্গে মারুফ বলেন, ‘দীর্ঘদিন ধরে ছবি নির্মাণের পরিকল্পনা করছিলাম। কিন্তু প্রযোজক পাচ্ছিলাম। অবশেষে প্রযোজক পেয়ে গেছি। তাই আর দেরি করতে চাই না। সেপ্টেম্বর থেকেই ছবিটির শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’

মারুফ আরও জানান, ‘পুরো ছবির শুটিং হবে আমেরিকাতে। কলাকুশলীও থাকবে সেখানকার। আশা করি, নায়ক হিসেবে যেমন সফলতা পেয়েছি, নির্মাতা হিসেবেও তেমন দর্শক আমাকে গ্রহণ করবেন। ছবিটি বাংলা এবং ইংরেজি ভাষাতে নির্মাণ করব। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা আছে।’

চলচ্চিত্র,অভিনেতা,মারুফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত