ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

‘বিগ বস ওটিটি’ ছাড়ছেন সালমান

‘বিগ বস ওটিটি’ ছাড়ছেন সালমান

সালমান খানের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ নিয়ে উত্তেজনার পারদ সবসময় তুঙ্গে থাকে দর্শকের। সম্প্রতি শুরু হয়েছে বিগ বস ওটিটির দ্বিতীয় সিজন। যেখানে সঞ্চালনা করছেন বলিউড ভাইজান। তবে গুঞ্জন উঠেছে বিগবস ছেড়ে দিচ্ছেন সালমান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কিছুদিন আগে সিগারেট হাতে বিগবস সঞ্চালনা করতে দেখা যায় সালমানকে। এরপর থেকেই শুরু হয় সমালোচনা। নিন্দুকের ধুয়ে দেন। এ ঘটনায় বিরক্ত হয়েই নাকি বিগ বস ছাড়ছেন ভাইজান! তবে এর সত্যতা এখনও পাওয়া যায়নি। অন্যদিকে শোনা যাচ্ছে, সালমান ‘বিগ বস ওটিটি’২’র সঞ্চালনা করবেন বলে একবার যখন ‘কমিটমেন্ট’ করেছেন, তা ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না।

‘বিগ বস’ আর সালমান খান যেন সমার্থক হয়ে উঠেছে। এই শোয়ের সঞ্চালক হিসেবে দর্শকরা অন্য কাউকে ভাবতেই পারেন না। তার স্বতস্ফূর্ত বাচনভঙ্গি, তার পরিস্থিতি সামলানোর দক্ষতা বেশ পছন্দ করেন। আবার প্রতিযোগীদেরও সাধ্য নেই বলিউডের সুলতানের মুখের উপর কথা বলার।

খান,জনপ্রিয়,রিয়্যালিটি শো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত