সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাসকে বিনোদন জগতে চেনে না এমন লোক খুব পাওয়া যাবে । বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। তার গানে উঠে আসে সমাজের নানা অসঙ্গতি।
জনসেবার উদ্দেশ্যে রাজনীতির মাঠে নেমেছেন নকুল কুমার বিশ্বাস, জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন তিনি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।
বরিশাল-২ আসন থেকে আগামী নির্বাচন করতে চান তিনি। এরই মধ্যে প্রচারণা শুরু করে দিয়েছেন । কোন দলের প্রার্থী হবেন, তা এখনো নিশ্চিত করেননি। তিনি জানিয়েছেন, তার পূর্বসূরি হরনাথ বাইন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের সংসদ সদস্য (এমপি) ছিলেন।