অভিষেকের আগেই ১২০ কোটির প্রস্তাব পেলেন শাহরুখ পুত্র
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৯:৩৪ | অনলাইন সংস্করণ
বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান তার বাবার পথ অনুসরণ না করে হেঁটেছেন অন্যপথে। ক্যামেরার সামনে বড় হয়ে ওঠা
শৈশব থেকেই। নায়কের ছেলে নায়ক হবে-এমনটাই ধরে নেওয়া হয় বলিউডে।
কিন্তু আরিয়ান কিছুটা ব্যতিক্রমী। তিনি হাঁটতে চাননি তার বাবার পথে। বিনোদনের জগতে এরই মধ্যেই পা রাখলেও নিজেকে ক্যামেরার নেপথ্যেই রেখেছেন শাহরুখ পুত্র। পরিচালক হিসেবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে চান আরিয়ান।
নিজের পোশাক ব্র্যান্ডের জন্যে একটি বিজ্ঞাপনের পরিচালনার মাধ্যমে সম্প্রতি পরিচালক হিসেবে আরিয়ানের হাতেখড়ি হয়েছে । যদিও এর আগেই থেকে নিজের ওয়েব সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি।
‘স্টারডম’ সিরিজের মাধ্যমে পরিচালক আরিয়ানের আত্মপ্রকাশ ঘটবে। এর প্রথম পর্বের এ সিরিজের শুটিং শেষের দিকে। এ সিরিজেই ক্যামিয়ো করছেন রণবীর সিংহ ও শাহরুখ খান। যদিও এই নিয়ে একটিও বাক্যব্যয় করেননি আরিয়ান। যেখানে নবাগত পরিচালকদের কাজ বিক্রি করতে প্রযোজকদের দোড়গোড়ায় ঘুরতে হয়, সেখানে আরিয়ানের কাজ কেনার জন্য ১২০ কোটি রুপির প্রস্তাব দিয়ে বসে আছে প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মগুলো।