ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রজনীকান্তের ছবি দেখতে চেন্নাইয়ে এলেন জাপানি দম্পতি

রজনীকান্তের ছবি দেখতে চেন্নাইয়ে এলেন জাপানি দম্পতি

আজ ১০ আগস্ট মুক্তি পেয়েছে তামিল সিনেমার মহাতারকা রজনীকান্তের সিনেমা জেলার। ছবিটির মুক্তি উপলক্ষে এদিন চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। নতুন তথ্য হলো, রজনীকান্তের জেলার দেখতে জাপান থেকে চেন্নাইয়ে এসেছেন জাপানি দম্পতি।

ইয়াসুদা হিডেতোসি নামে রজনীকান্তের ওই জাপানি ভক্ত শুধু তামিল ভাষায় ছবি দেখেই ক্ষান্ত থাকেননি, পাশাপাশি হল থেকে বেরিয়ে সেখানকার ভারতীয় সংবাদমাধ্যমের কাছে থালাইভাকে নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন।

এরইমধ্যে সামাজিক মাধ্যমে সে ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, “জেলার’ ছবি দেখতে সুদূর জাপান থেকে চেন্নাইয়ে এসেছি।” ইয়াসুদা আবার জাপানের রজনীকান্তের ফ্যানক্লাবের ক্যাপটেনও।

উল্লেখ্য, ২০০ কোটি রুপির বাজেটে ‘জেলার’ নির্মাণ করেছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই ছবিতে রজনীকান্তের সঙ্গে আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা যাবে অতিথি চরিত্রে।

রজনীকান্ত,জাপানি দম্পতি,সিনেমা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত