বলিউডের জনপ্রিয় দুই তারকা অজয় দেবগন ও দীপিকা পাড়ুকোন। সবসময় সিনেমায় জনপ্রিয় সব হিরোদের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। এবার পর্দায় অজয়ের বোনের চরিত্রে দেখা যাবে তাকে।
শোনা যাচ্ছে, রোহিত শেঠির নতুন সিনেমা ‘সিংহাম এগেইন’-এ লেডি সিংহাম হিসাবে দেখা যাবে দীপিকাকে।
রোহিতের ঘনিষ্ঠমহলের দাবি, দীপিকা নাকি সিনেমাটিতে কাজ করার জন্য ভীষণ আগ্রহী। ইতোমধ্যে সিনেমার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন এই অভিনেত্রী। যদিও এই সিনেমায় দীপিকাকে অতিথি শিল্পীর চরিত্রে দেখা যাবে।
জানা গেছে, আগামী অক্টোবর মাস থেকে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে সূত্রের দাবি, নির্মাতারা অজয়, অক্ষয় কুমার এবং রণবীর সিংহকে নিয়েই শুটিং শুরু করতে চাচ্ছেন। কিন্তু সেখানে ভিকির ডেট পাওয়া যাচ্ছে না।
আবার ভিকি যখন ডেট দেবেন, তখন বাকিদের শিডিউল নিয়েও সমস্যা হতে পারে। তাই আপাতত ভিকিকে ছাড়াই এই সিনেমার শুটিং এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন নির্মাতারা।
প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পায় ‘সিংহাম’। এই ছবিতে অজয় দেবগনের ধমাকা এখনও ভুলে যাননি দর্শক। উৎসাহ বাড়িয়েছিল ২০১৪-র ‘সিংহাম টু’। তার পর থেকেই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। এবার ভক্তদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।