আজ আসাদুজ্জামান নূরের ৭৮তম জন্মদিন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১১:২৮ | অনলাইন সংস্করণ
আসাদুজ্জামান নূর ব্যক্তিত্বে একজন বরেণ্য অভিনেতা, আবৃত্তিকার, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এত পরিচয়ের মধ্যেও তিনি নিজেকে একজন আত্মপ্রত্যয়ী মানবতাবাদী মানুষ হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। ১৯৪৬ সালের এই দিনে তিনি নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন। আজ তিনি ৭৮ বছরে পা দিচ্ছেন।
আসাদুজ্জামান নূর জন্মদিন উদযাপন করবেন তাঁর নির্বাচনী এলাকা নীলফামারীতে।
জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, “জন্মদিন নিয়ে কখনও কোনো পরিকল্পনা করিনি। ফলে এবারও নেই। বিশেষ কিছু বলতে যা হয়, তা পরিবারের মধ্যেই। কাছের বন্ধুরা বাসায় আসে শুভেচ্ছা জানাতে। ছেলেমেয়েরা প্রতিবারই আমায় নানাভাবে চমকে দেয়। এবারও হয়তো ঠিক তেমনটাই হবে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যারা হোস্টেলে থাকেন, তারা একটা বিষয় জানেন, সেখানে ‘ইমপ্রুভমেন্ট নাইট’ বলে একটা কথা ছিল। সেদিন ভালোমন্দ খাওয়া-দাওয়া হতো। আমার জন্মদিনের বিষয়টিও তেমন। একটু ভালো খাওয়া-দাওয়া হয় আর কি [হাসি]।”