ঢাকা-১০ আসনে মনোনয়ন পেলেন চিত্রনায়ক ফেরদৌস
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১৪:২০ | অনলাইন সংস্করণ
কয়েকবছর ধরেই ক্ষমতাসীন দলের সঙ্গে সক্রিয়ভাবে নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। গুঞ্জন ছিল আসছে নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে পারেন তিনি। অবশেষে গুঞ্জন সত্য হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ভীষণ ভীষণ ভালো লাগছে। যে ভালো লাগা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। মহান আল্লাহ তায়ালার কাছে প্রথমেই কৃতজ্ঞতা, তারপরেই ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। কারণ তিনি আমাকে ভরসা করে ঢাকা-১০ আসনে নির্বাচনে লড়াই করার দায়িত্ব দিয়েছেন। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো এই দায়িত্ব পালন করার।’
তিনি আরও বলেন, আমি আগেও বলেছি পর্দার নায়ক থেকে মাঠের নায়ক হতে চাই। মানুষের কল্যাণে মাঠে গিয়ে কাজ করব। এই সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। অশেষ কৃতজ্ঞতা-ভালোবাসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে ভরসা করেছেন, তার মূল্যায়ন করতে চাই।
ঢাকার দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ফেরদৌস। ঢাকা-১০ ও ঢাকা-১৮। তবে দল সবকিছু বিবেচনায় ঢাকা-১০ আসনে ফেরদৌসকে নৌকার টিকিট দেয়।