মনোনয়ন বাছাইয়ে টিকে গেলেন চিত্রনায়ক ফেরদৌস

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ | অনলাইন সংস্করণ

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকার কাণ্ডারি হিসেবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নাম ঘোষণার পর চারিদিকে শোরগোল পড়ে যায়। মাঠের রাজনীতিতে না থেকেও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিয়ে নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়াও দেখা যায়। তবে এসব পেছনে ফেলে নির্বাচনে লড়ছেন জনপ্রিয় এই নায়ক।

সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার রিটার্নিং কর্মকর্তার দফতরে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ঢাকা-১০ আসনে জমা দেন ১১ প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ তিনজনের প্রার্থিতা বৈধ ও আটজনের বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

অন্যদিকে ঢাকা-৯ আসনে ১৩ জনের মধ্যে আওয়ামী লীগের সাবেক হোসেন চৌধুরীসহ আটজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দুইজনের মনোনয়ন বাতিল আর তিনজনকে সময় দেওয়া হয়েছে।

এদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নের সমস্যা দূর করতে দুই ঘণ্টা সময় দেন রিটার্নিং কর্মকর্তা। এই আসনের  জাসদের প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও তিনি শিক্ষা সনদ দেয়নি। আর তৃণমূল বিএনপির রুবিনা আক্তারের মনোনয়ন বাতিল করা হয়েছে।

ঢাকা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী কামরুল ইসলাম, জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।